সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আহসানউল্লাহ গ্রেফতার।

সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আহসানউল্লাহ গ্রেফতার।
হাসান খানঃ  সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আহসানউল্লাহ গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ নন্দীপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক রাজু মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সিরাজগঞ্জ নন্দীপাড়া এলাকা থেকে দ্বীন ইসলাম হত্যার প্রধান আসামি আহসান উল্লাহকে গ্রেফতার করা হয়। এই হত্যার ঘটনায় এর আগেও দুজকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। বাকি আসামিদের অচিরেই গ্রেফতারেরর চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয়াগাঁও গ্রামের সালাউদ্দিনের
 ছেলে দ্বীন ইসলামের সাথে একই গ্রামের আসাদুলের ছেলে আহসানুল্লাহর কথা কাটাকাটির একপর্যায়ে আহসানুল্লাহ, শাহাবুদ্দিন, আলী হোসেন, শাহীন, এরশাদ উল্লাহ সহ ৫/৬ দ্বীন ইসলামকে এলোপাথারী পিটিয়ে মারাত্মক আহত করে। ১০ দিন চিকিসার পর ১৪ অক্টোবর রাতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দ্বীন ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় দ্বীন ইসলামের বড় ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিপূর্বে এ মামলায় শাহীন ও রাজু নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত আহসান উল্লাহ দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামী। সে নয়াগাঁও গ্রামের এরশাদ উল্লাহর ছেলে।

যুবলীগ নেতা সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে এলাকার মাদক ব্যবসায়ীরা

যুবলীগ নেতা সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে এলাকার মাদক ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টারঃ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গাজীপুর মহানগর যুবলীগের অন্যতম নেতা এম এম সোহেল রানার বিরুদ্ধে সাংবাদিক লেলিয়ে দিয়ে বিভিন্ন রকম অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলে খবর পাওয়া গেছে মর্মে যুবলীগ নেতা এম এম সোহেল রানা বাদী হয়ে গাছা থানায় একটি সাধারণ ডায়রী করেছে যার নং-১২৬৮, তারিখ ৩১-১০-২০১৯। সাধারণ ডায়রীর সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের ৩৮নং ওয়ার্ডের দক্ষিন খাইলকুর এলাকার হাজ্বী বজলুর রহমানের ছেলে গাজীপুর মহানগর যুবলীগের অন্যতম নেতা এম এম সোহেল রানা দীর্ঘদিন যাবৎ এলাকায় একতা ক্যাবল ভিশন নামক প্রতিষ্ঠানের সাথে সুনামের সহিত ব্যবসা করিয়া আসিতেছে। ব্যবসার পাশাপাশি এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন করায় উক্ত এলাকার মৃত তারা মিয়ার ছেলে কুখ্যাত ফেনসিডিল ব্যবসায়ী মজিবুর ওরফে ডাইল মজিবুর (৫০), বাবু (৩৫), জয়নাল, দক্ষিন খান এলাকার কাশেম ভূইয়ার ছেলে একরামুল ওরফে গাঞ্জা একরামুল (৩৫), খাইলকুর এলাকার সেকান্দর আলীর ছেলে ইয়াবা হারুন (৪০) এদের বাঁধা হয়ে দাঁড়ানোর কারণে উল্লেখিত ব্যাক্তিরা দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগর যুবলীগ নেতা এম এম সোহেল রানার সাথে বিরোধ করে আসছে। উক্ত বিরোধের ধারাবাহিকতায় ঢাকা থেকে সাংবাদিক এনে গত ৩০-১০-২০১৯ তারিখে দৈনিক দেশ রূপান্তর নামক একটি পত্রিকায় এম এম সোহেল রানাকে নিয়ে সোহেল রানার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে। উক্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর পত্রিকার বিরুদ্ধে বিভিন্ন রকম নিন্দা জানিয়ে এলাকার জনসাধারণ সামাজিক যোগাযোগে প্রতিবাদ জানায়। এদিকে এম এম সোহেল রানা সাংবাদিকদের জানান, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুঁকে ধারণ করে গাজীপুর ২ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম পি ও গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল ভাইয়ের হাত ধরে রাজনীতি করে আসছি। উল্লেখিত মাদক ব্যবসায়ীরা এলাকায় বীরদর্পে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দারপ্রান্তে ঠেলে দিচ্ছে। আমি এলাকাবাসীদের সাথে নিয়ে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমার বিরুদ্ধে উক্ত মাদক ব্যবসায়ীরা বিভিন্ন রকম অভিযোগ এনে মিথ্যা তথ্য সাংবাদিকদের দিয়ে আমার বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই।r