গাজীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত





জাহিদ হাসান (জিহাদ)    : গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নাহিদকে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর শহরের মুক্তমঞ্চ এলাকায় ওই ঘটনা ঘটে। নাহিদের ঘনিষ্ঠ সহযোগী সেচ্ছ্বাসেবক লীগ নেতা সাইফুল্লাহ শাওন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

নাহিদ গাজীপুর শহরে অবিস্থত কাজী আজিমুদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

শাওন জানায়, একটি সেলুন থেকে নেমে মুক্তমঞ্চের নিকট গাড়িতে উঠার সময় কয়েকজন সন্ত্রাসী নাহিদকে লক্ষ্য করে গুলি করে ও এলাপাথারী কুপাতে থাকে। এই সময় জনতা প্রতিরোধ করলে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। অতঃপর তাকে আশংকাজনক অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানায়, ঘটনার পর পর পুলিশ এসে গাড়িটি ঘিরে ফেলে ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালায়।

এই প্রতিবাদে গাজীপুর শহরে উত্তেজনা বিরাজ করছিল।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট