জমি সংক্রান্ত বিরোধের জের দেবর ও ননদ কে হত্যার চেষ্টা বড় ভাই ও ভাবির




জসিম উদ্দিনঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চরিসলামপুর গ্রামের জমি সংক্রান্ত বিরোধের  জের ধরে বোন মসাঃ সিবলি ভাই মোঃ আফজাল ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে বড় ভাই মনির হোসেন।

এলাকাবাসীরা জানায়, চরিসলামপুর গ্রামের (মৃত) জসিম মাষ্টারের ৩ ছেলে ২ মেয়ে এদের মধ্যে সবার বড় ছেলে মোঃ মনির হোসেন পিতার রেখে জাওয়া সম্পত্তি একক ভাবে গ্রাস করার চেষ্টায় দীর্ঘদিন ধরে লিপ্ত, এরই জের ধরে গত ১৭-০৫-১৯ রোজ শুক্রবার দুপুরে ছোট ভাই মোঃ আফজাল মিয়ার সঙ্গে বাকবিতন্ডা হয়। এসময় বড় ভাই মোঃ মনির হোসেনের নেতৃত্বে তার স্ত্রী আলো বেগম  দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোঃ আফজাল ও তার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত মোঃ আফজাল মিয়ার পক্ষে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভাই-বোনের সম্পর্কই সবচেয়ে মধুর। তবে মাঝেমধ্যে এই সম্পর্কেও ফাটল দেখা দেয়। বিশেষ করে বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে প্রায়ই ভাই-বোনদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মামলা-মোকদ্দমার সংখ্যাও নেহাত কম নয়। 

মুসলিম আইনে বাবা বা মা মারা যাওয়ার পর তাঁর যদি ছেলে ও মেয়ে থাকে, তবে রেখে যাওয়া সম্পত্তিতে ছেলে যা পাবেন, মেয়ে তার অর্ধেক পাবেন। অর্থাৎ ভাইয়েরা যা পাবেন তার অর্ধেক বোনদের বুঝিয়ে দিতে হবে। ইচ্ছা করলেই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। এ সম্পত্তি বলতে ভূমি, বাড়িসহ ব্যাংকে রেখে যাওয়া টাকা এবং ফ্ল্যাটও বোঝায়। বোনদের বিয়ে হয়ে গেলেও বাবা বা মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগ তাঁদের দিতেই হবে। অনেক বোন হয়তো বাবার বাড়িতেই অবস্থান করতে পারেন; এমনকি বিয়ে হওয়ার পরও স্বামী, সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতে পারেন। এ ক্ষেত্রে অনেক ভাই ভেবে থাকেন যেহেতু বোন বাড়িতেই আছেন, সে জন্য কোনো সম্পত্তি দেওয়া লাগবে না। এ ধারণা ঠিক নয়।

এ ব্যাপারে বন্দর থানার এস আই সাদন চন্দ্র বসাক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া  হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট