সোনারগাঁয়ে ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার,আদালতে প্রেরণ




জসিম উদ্দিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও চোরাই  মদসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।মাদক কারবারিরা হলো,জাহাঙ্গীর (৪০), বাদল (৪৮), আরিফুর ইসলাম লিমন (২৫), হালিম (২৬), শাহ আলম (৪৭), কান্তি (৩২), সুমন (১৯) ও সাগর(২৫)।

১০ মে (শুক্রবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও চোরাই মদসহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট