জসিম উদ্দিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের যুগিপাড়ায় অবস্থিত ইনফিনিটি ডাটা পাওয়ার মিলের ভাউন্ডারি দেয়ালের ভিতর থেকে রুবেল হোসেন (২২) নামে এক তালিকাভুক্ত অবৈধ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (১০মে) সকাল ৯.৩০ টায় সোনারগাঁ থানা পুলিশের পিএসআই ফয়সাল আলম খবর পেয়ে উত্তর কাজিপাড়া এলাকায় ইনফিনিটি ডাটা পাওয়ার লিমিটেড নামে একটি পরিত্যাক্ত মিলের ভাউন্ডারি দেয়ালের ভিতরে রুবেল হোসেন নামে যুবকের মাথা মাটিতে পুঁতে থাকা অবস্থায় উদ্ধার করে। এসআই ফয়সাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, রুবেল জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজীপাড়া নিবাসী মৃত আনোয়ার হোসেনের ছেলে। সে সোনারগাঁ থানার তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। তার নামে ২০১৮ সালে সোনারগাঁ থানায় একটি মাদক মামলা রয়েছে।
নিহত রুবেলের মা আনোয়ারা বেগম বলেন, রুবেল বৃহস্পতিবার রাতে বাড়িতে ফেরেনি। সে বিভিন্ন সময়ে মাদক সেবন করতো। তার ছেলেকে কেউ হত্যা করেছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
