সোনারগাঁওয়ে সাংবাদিকের কাছে চাঁদা চেয়ে হত্যার হুমকি থানায় অভিযোগ

হাসান খানঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় সপ্তাহিক বাংলার সাথী পত্রিকার ভারপ্রপ্ত সম্পাদক ও সিরাজ কন্ঠ ডট কম এর সম্পাদক জহিরুল ইসলাম সিরাজের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ব্যাপারে জহিরুল ইসলাম সিরাজ বাদি হয়ে শাকিল আহম্মেদ জগৎ নামের বখাটেকে প্রধান আসামী করে এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে গত ২ মে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ, গত ৫ মাস পূর্বে সোনারগাঁ জি আর ইনষ্টিটিউট স্কুল এন্ড কলেজ সংলগ্ন পঙ্খীরাজ খালের পাড়ে গাছে লাগানো প্রায় ১৫ বছরের পুরনো একটি পরিত্যাক্ত সাইন বোর্ড নতুনভাবে রং করে সিরাজ কন্ঠ ডট কম প্রচার করে সম্পাদক। সাইনবোর্ড লাগানো  পর থেকে বিবাদী শাকিল আহম্মেদ জগৎ বিভিন্ন সময় সাইনবোর্ডের জন্য ১০ হাজার টাকা ও প্রতিমাসে ১ হাজার টাকা মাসোহারা (চাঁদা) দাবী করে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে ভয়ভিতি ও বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করে। গত ১ মে বেলা ১২টায় শাকিল অজ্ঞাত নামা ৪/৫ জনকে সঙ্গে নিয়ে সোনারগাঁ থানা সংলগ্ন সিরাজ কন্ঠের অফিসে গিয়ে পূর্বে দাবিকৃত চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মামলার বাদি সাংবাদিক জহিরুল ইসলামকে রাস্তায় একা পেলে যে কোন ধরনে ক্ষতির হুমকি প্রদান করে।
বিবাদী শাকিলের সাথে যোগাযোগ করলে সে নিজেকে একজন প্রকৃতিপ্রেমী দাবী করে চাঁদার বিষয়টি অস্বীকার করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, একজন সাংবাদিকের কাছে চাঁদাদাবীর বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
ইহাই প্রথম পোষ্ট