জসিম উদ্দিন : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় বুধবার (০৯ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এস আই) সলিমুল হক জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিক্তিতে আলাউদ্দিন ও জীবন মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের নুরুদ্দিনের ছেলে ও জীবন মিয়া ভৈরবদী গ্রামের আব্দুল মান্নান ওরফে মন্নার ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
