জায়গা জমি সংক্রান্ত বিরোধ মা বাবা ও ছেলের উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা


হাসান খান :নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মেঘনা শিল্পনগরী এলাকায় ইসলামপুর গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা বাবা ও ছেলেকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা । 
 
পাঁচদিন অতিবাহিত হলেও সোনারগাঁ থানায় মামলা আমলে নেয়নি পুলিশ। অন্যদিকে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে এলাকার নামধারী রাজনৈতিক নেতারা।
জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩-০৬-১৯ ইং সন্ধায় আনুমানিক   ৬-৩০ মিনিট জয়নাল আবদিন {৪১} স্ত্রী লাখি {৩৫} ও তার ছেলে {১৮} সাকিলের ওপর  তাদের সহধর মামা [১] সুমন [২] জাঁকির ২ ভাই ,পিতা নুর মোহাম্মদ ও মাতা  মিনারা বেগম একসাথে দেশীয় অস্ত্র রড, বাঁশ, ধারালো দা, ছোরা্‌ ,ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করে।


স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁ সরকারি হাসপাতালে নিয়ে যায় । এ সময় লাকির মাথায় সামনে ও পিছনে ১৭ টি সেলাই করে এবং জয়নাল আবদিনের হাতে ২ টি সেলাই করে ও তাদের ছেলে সাকিলের মাথায় ৩ টি সেলাই করে। গুরুতর আহত অবস্থায় লাখিকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এব্যাপারে জয়নাল আবদিনের মামা নোয়াব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ করতে গেলে আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায়  বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট