সোনারগাঁয়ে মেঘনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত


হাসান খানঃসোনারগাঁ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তোফায়েল আহম্মেদ নয়ন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল (১৫ জুন) শনিবার রাত ১টার দিকে মেঘনা টোলপ্লাজা মাগুরা মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।  
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা জানান, গতকাল শনিবার রাত ১টার দিকে তোফায়ের আহম্মেদ নয়ন ও তার বন্ধু মেঘনা নিউ টাউন এলাকার একটি হোটেলে রাতের খাবার খেয়ে গঙ্গানগর তাদের ভাড়া বাসায় ফিরছিল। তারা টোলপ্লাজার পশ্চিম পাশে মাগুরা মসজিদের সামনে আসলে ৩/৪ জন যুবক তাদের পথরোধ করে তাদের দেহ তল্লাসী শুরু করে। এসময় নয়নের সাথে থাকা ২জন দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা নয়নের মাথা গলাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ অবস্থায় নয়ন দুর্বৃত্তদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে তার ভাড়া বাড়িতে গিয়ে তার সাথে থাকা লোকদের মোবাইলে বাসায় আসতে বলে। ফোন পেয়ে তার সাথের লোকজন বাসায় এসে আহত নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরনে নয়নের মৃত্যু হয়। তোফায়ের আহম্মেদ নয়ন কুমিল্লা সদর এলাকার দক্ষিন থানার আতাউর রহমানের ছেলে। সে মেঘনা শিল্পনগরীতে একটি ট্রান্সপোর্ট কোম্পানীতে চাকরী করতো।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট