সোনারগাঁয়ে স্বদেশ বাসে কিশোরীকে ধর্ষন, ধর্ষক চালক আটক


হাসান খানঃ
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে স্বদেশ বাসে চলন্ত অবস্থায় এক কিশোরী ধর্ষনরত অবস্থায় স্বদেশ সার্বিস নামক একটি বাসের চালক ও হেল্পপারকে আটক করেছে জনতা। পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে এস আই তাওহিদ তাদের আটক করে।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউনের ব্যবসায়ীরা জানান, তারা দোকান বন্ধ করে রাত সাড়ে দশটায় বাড়ির উদ্যেশে গাড়ির জন্যে অপেক্ষা করছিল, এমন সময় ঢাকা টু মেঘনায় চলাচলরত একটি স্বদেশ গাড়ি  থামাতে বলে। গাড়িতে সবাইকে পাশ কাটিয়ে দ্রুতবেগে ছুটে যেতে বাস থেকে এক কিশোরীর বাচাও বাচাও চিৎকার শুনতে পায় সাবই দৌড়ে গাড়ির সামনে দাড়ায়। গাড়ি থামলে স্থানীয় লোকজন ও ব্যবসায়িরা গাড়িতে উঠে দেখতে পায় হেল্পপার গাড়ি চালাচ্ছে আর গাড়ির চালক এক কিশোরী যাত্রীকে ধর্ষন করছে। পরে তাকে আটক করে সোনারগাঁ থানার উপপরিদর্শক আবুল কালাম আযাদকে ফোন দিলে তিনি এস আই তাওহীদকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থল তেকে গাড়ি  পচালক এবং স্বদেশ বাস ( ঢাকামেট্টো-ব-১১-৭২৬৫) গাড়িটি আটক করে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট