সোনারগাঁয় ফুটপাতের উপর মার্কেটের সিড়ি, দূর্ভোগে পথচারী



 জসিম উদ্দিন  :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশের ফুটপাত দখল করে ব্যক্তি মালিকানাধীন মার্কেটের সিড়ি তৈরি করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। ফুটপাত দখল হয়ে যাওয়ায় প্রধান সড়ক দিয়ে হাটতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। রাস্তা থেকে সিঁড়ি তুলে নিতে একাধীকবার মানববন্ধন হলেও স্থানীয় প্রশাসন দৃশ্যত কোন কার্যকরি পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে যাত্রী, পথচারী ও স্থানীয় এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পশ্চিম পাশে নবীগঞ্জ, হোসেনপুর ও নারায়ণগঞ্জ রোডে সোনারগাঁ সরকারি কলেজ ও সরকারি বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার ফুটপাত দখল করে নূরা বেপারী মাকের্টের জন্য স্থায়ীভাবে সিড়ি তৈরি করেছে মার্কেট কর্তৃপক্ষ। নূরা বেপারী মার্কেটটি সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর শ্বশুড়ের হওয়ায় কেউ কিছু বললেই মামলা হামলার ভয় দেখায়। এছাড়াও রাস্তার মাঝখানে কয়েকটি বৈদ্যুতিক খুটি থাকায় যানজট লেগেই থাকে।

অপরদিকে রাস্তার পূর্বপাশের সোনারগাঁ থানা রোডে স্বপ্নদ্বীপ শপিং কমপ্লেক্স, হাজী মোস্তফা ম্যানশন ও খন্দকার প্লাজা মার্কেটে ওঠানামা করার জন্য ফুটপাত দখল করে সিড়ি তৈরি করছেন। এতে শিক্ষার্থী ও পথচারিরা অসহনীয় দূর্ভোগ পোহাচ্ছেন।

সোনারগাঁ সরকারী কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে সময়ের কথা প্রতিনিধিকে বলেন, একটি ব্যস্ততম সড়কের ফুটপাত দখল করে স্থায়ীভাবে মার্কেটের সিঁড়ি তৈরি করলেও রহস্যজনক কারনে প্রশাসন কোন পদক্ষেপই নিচ্ছে না। এছাড়া এ রাস্তার মাঝখানে অনেকগুলো বৈদ্যুতিক খুঁটি অপসারন না করায় যানচলাচলে বাঁধা সৃস্টি হচ্ছে।

থানা রোডে যাতায়াতরত সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের শিক্ষার্থীরা সময়ের কথাকে জানান, ফুটওভার ব্রিজের উভয়পাশে এবং রাস্তার প্রবেশপথে স্থানীয় এমপির মার্কেট আয়ুব প্লাজার সামনে ফুটপাতের উপর দোকান তুলে ভাড়া দেয়ায় পথচারিদের জীবনের ঝুকি নিয়ে চলতে হয়। রাস্তার পাশে চালের আড়ৎ, রড-সিমেন্টের দোকান থাকায় তারা আইন না মেনেই যখন-তখন ট্রাক থেকে মালামাল লোড আনলোড করার কারনে আমাদের মারাত্মক ঝুঁকি নিয়ে স্কুল কলেজে আসা যাওয়া করতে হয়।

পথচারি আনিসুর রহমান জানান, মোগরাপাড়া চৌরাস্তার কোন মার্কেটের নিজস্ব কারপার্কি ব্যবস্থা না থাকায় রাস্তায় গাড়ি পাকিং, মালামাল লোড আনলোড করায় যাত্রী ও পথচারিদের জীবনের ঝুকি নিয়ে চলতে হয়।
এ ব্যপারে নূরা বেপারী মার্কেটের মালিক পক্ষের প্রতিনিধি রফিকুল ইসলাম নান্নু বলেন,  আমাদের সিঁড়ি মার্কেটের জায়গায় আছে। যদি ফুটপাত দখল হয়েছে প্রমান হয়, তবে তা তুলে নেব।

স্বপ্নদ্বীপ শপিং মালিক সাইদ ও হাজী মোস্তফা ম্যানশন এর মালিক হাজী মোস্তফা কামাল বলেন, আমরা ফুটপাত রেখেইে সিঁড়ি তুলেছি। পথচারিদের চলাচলের সুবিধার্থে প্রয়োজন হলে সিঁড়ি উঠিয়ে নেব।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সোনারগাঁ জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) জোনাব আলী জানান,পর্যায়ক্রমে রাস্তা থেকে বিদ্যুতের সব ধরনের খুটি সরিয়ে ফেলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, আগামীকাল সার্ভেয়ার পাঠিয়ে রাস্তার সীমানা নির্ধারন করে মার্কেট মালিক পক্ষকে চুড়ান্ত নোটিশ দেয়া হবে। তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে সিড়ি তুলে না নেয় তবে তা প্রশাসনের পক্ষ থেকে ভেঙ্গে দেয়া হবে। এছাড়া ফুটওভার ব্রীজের উভয় পাশের ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট