শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত এবং বালু সন্ত্রাসের মূল হোতাদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন।

শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত এবং বালু সন্ত্রাসের মূল হোতাদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন।

জসিম উদ্দিনঃ আজ শনিবার (২৯ জুন ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, নদী ভরাট ও বালু সন্ত্রাসের মূল হোতাদেও গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে কয়েকটি পেশাজীবি, সামাজিক ও শ্রমিক সংগঠন। এ দাবীতে কালের কন্ঠের শুভসংঘের আয়োজনে মানব বন্ধনে অংশ গ্রহণ করেন গ্রাজুয়েট ফাউন্ডেশন, বিবিসি প্রেস, জাতীয় শ্রমিকলীগ, শ্রমিক কল্যাণ সংসদ, সোনারগাঁ ফাউন্ডেশন।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে বালু উত্তোলন, নদীতে বালু ভরাটের যারা গডফাদার তাদের সাথে প্রশাসনের সু-সম্পর্ক রয়েছে। তাই তারা লোক দেখানো অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলন, নদী ও খাসজমি ভরাট বন্ধে মূল হোতাদের গ্রেফতার না করে অসহায় খেটে খাওয়া শ্রমিকদের আটক করে মোবাইল কোট বসিয়ে ৬মাস থেকে ১বছরের শাস্তি দিচ্ছে। ৩০০-৫০০ টাকার দৈনিক হাজিরায় কাজ করা শ্রমিকদের অনেকের বাড়ি বরিশাল, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায়। এলাকায় কাজ না থাকায় অনাহারি মানুষগুলো সন্তানদের নিয়ে একটু ভালো থাকার জন্য কাজ করতে এসে ফাঁদে পড়েন, বালু সন্ত্রাসের শ্রমিক সংগ্রহকারী দালালের খপ্পরে। ভালো থাকার আশায় তারা ড্রেজারে কাজ শুরু করেন। জেল হলে হোতারা তাদের জামিনটুকু পর্যন্ত করেন না। নানা কৌশলে তারা শ্রমিকের বসত বাড়িঘর (যদি থাকে) বিক্রি করিয়ে নিয়ে আসে।

আনন্দ বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মূল হোতা ঈসমাইল মেম্বারের ড্রেজার থেকে ৭জন এবং চর রমযান সোনাউল্লাহ মৌজায় অবৈধভাবে নদী ভরাটের অপরাধে ভ’মিদস্যু শাহ জালালের ড্রেজার থেকে ২১জন শ্রমিককে আটক করে। ঈসমাইল মেম্বারের ৪জন শ্রমিককে ১বছর,তিন জনের ১ মাস এবং শাহ জালালের ২১জন শ্রমিককে ৬মাস কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
যারা বালু সন্ত্রাসের সাথে জড়িত সোনারগাঁয়ের প্রতিটি মানুষ তাদের চিনে। তাদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারিদের সাথে গভীর সম্পর্ক। এটা প্রতিটি মানুষ দেখেন, জানেন, বুঝেন কিন্তু কিছু বলতে পারেন না।
বক্তারা মানববন্ধনে দাবী করেন, ড্রেজার শ্রমিক নয় মূল হোতাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিন। তাদের ব্যবহৃত ড্রেজার, বাল্কহেট আটক না করলে বালু সন্ত্রাস বন্ধ হবে না। শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং নদী রক্ষায় কঠোর শাস্তি প্রদান করার দাবী জানান।

সোনারগাঁয়ে শিশু সন্তানদের সামনে বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা

সোনারগাঁয়ে শিশু সন্তানদের সামনে বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
হাসান খানঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এনএফসি রেস্টুরেন্ট দুপুরের খাবারের জন্য ভেতরে গেলে শিশু মেয়ে ও শিশু ভাতিজার সামনে রাসেল(৩০)নামে এক ব্যবসায়ীকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার(২৭জুন)দুপুর দেড়টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আইয়ুব প্লাজার ৩য় তলায় এনএফসি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ) সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা হচ্ছেন আইয়ুব প্লাজার মালিক। ওই মার্কেটের ৪র্থ তলায় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব কার্যালয়।
এ ঘটনার খবর পেয়ে সোনারাগাঁও থানা ওসি আলমগীর হোসেন(অপারেশন)ও এসআই জুবায়ের ঘটনাস্থল পরিদর্শন করে এনএফসি রেস্টুরেন্টের মালিক ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যান।
আহত রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী রাসেলের অবস্থা আশঙ্কাজনক। 
পরিবারের পক্ষ থেকে জানা গেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 
আহত রাসেল উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার তার ৬ বছরের শিশু মেয়ে রাইফা ও ৪ বছরের ভাতিজা সানজিদকে সঙ্গে নিয়ে দুপুরের খাবারের জন্য এনএফসি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। 
এ সময় সোনারগাঁয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী বিশাল,আরাফাত,রাসেল ও ইমরানসহ আরো ১২-১৫জন সন্ত্রাসী মিলে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে।।
মাদক ব্যবসায়ী আরাফাত উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার আফজালের ছেলে। বিশাল বাড়িমজলিশ এলাকার ভাড়াটিয়া, রাসেল পিরোজপুর ইউনিয়নে কুরবানপুর মাদলাপাড়া এলাকার মৃত সাফাত উল্লাহ ছেলে ও ইমরান কুরবানপুর মাদলাপাড়া এলাকার বাসিন্দা।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে রেস্টুরেন্টের ম্যানেজার ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারে তৎপরতা চলছে।

জায়গা জমি সংক্রান্ত বিরোধ মা বাবা ও ছেলের উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা

জায়গা জমি সংক্রান্ত বিরোধ মা বাবা ও ছেলের উপর হত্যার উদ্দেশ্যে  সন্ত্রাসী হামলা

হাসান খান :নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মেঘনা শিল্পনগরী এলাকায় ইসলামপুর গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা বাবা ও ছেলেকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা । 
 
পাঁচদিন অতিবাহিত হলেও সোনারগাঁ থানায় মামলা আমলে নেয়নি পুলিশ। অন্যদিকে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে এলাকার নামধারী রাজনৈতিক নেতারা।
জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩-০৬-১৯ ইং সন্ধায় আনুমানিক   ৬-৩০ মিনিট জয়নাল আবদিন {৪১} স্ত্রী লাখি {৩৫} ও তার ছেলে {১৮} সাকিলের ওপর  তাদের সহধর মামা [১] সুমন [২] জাঁকির ২ ভাই ,পিতা নুর মোহাম্মদ ও মাতা  মিনারা বেগম একসাথে দেশীয় অস্ত্র রড, বাঁশ, ধারালো দা, ছোরা্‌ ,ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করে।


স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁ সরকারি হাসপাতালে নিয়ে যায় । এ সময় লাকির মাথায় সামনে ও পিছনে ১৭ টি সেলাই করে এবং জয়নাল আবদিনের হাতে ২ টি সেলাই করে ও তাদের ছেলে সাকিলের মাথায় ৩ টি সেলাই করে। গুরুতর আহত অবস্থায় লাখিকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এব্যাপারে জয়নাল আবদিনের মামা নোয়াব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ করতে গেলে আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায়  বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছেন।

সোনারগাঁয়ে মেঘনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

সোনারগাঁয়ে মেঘনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

হাসান খানঃসোনারগাঁ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তোফায়েল আহম্মেদ নয়ন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল (১৫ জুন) শনিবার রাত ১টার দিকে মেঘনা টোলপ্লাজা মাগুরা মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।  
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা জানান, গতকাল শনিবার রাত ১টার দিকে তোফায়ের আহম্মেদ নয়ন ও তার বন্ধু মেঘনা নিউ টাউন এলাকার একটি হোটেলে রাতের খাবার খেয়ে গঙ্গানগর তাদের ভাড়া বাসায় ফিরছিল। তারা টোলপ্লাজার পশ্চিম পাশে মাগুরা মসজিদের সামনে আসলে ৩/৪ জন যুবক তাদের পথরোধ করে তাদের দেহ তল্লাসী শুরু করে। এসময় নয়নের সাথে থাকা ২জন দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা নয়নের মাথা গলাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ অবস্থায় নয়ন দুর্বৃত্তদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে তার ভাড়া বাড়িতে গিয়ে তার সাথে থাকা লোকদের মোবাইলে বাসায় আসতে বলে। ফোন পেয়ে তার সাথের লোকজন বাসায় এসে আহত নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরনে নয়নের মৃত্যু হয়। তোফায়ের আহম্মেদ নয়ন কুমিল্লা সদর এলাকার দক্ষিন থানার আতাউর রহমানের ছেলে। সে মেঘনা শিল্পনগরীতে একটি ট্রান্সপোর্ট কোম্পানীতে চাকরী করতো।

বীর মুক্তিযোদ্ধা ওসমান গনির জম্মদিনে সন্তানদের ফুলের শুভেচ্ছা

বীর মুক্তিযোদ্ধা ওসমান গনির জম্মদিনে সন্তানদের ফুলের শুভেচ্ছা
জসিম উদ্দিনঃ সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনির ৬৯ তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শিক্ষানুরাগী ছনিয়া আক্তারের উদ্যোগে এ জন্মদিন পালন করা হয়।

সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের সভাপতি ছনিয়া আক্তার শনিবার সন্ধ্যায় ওসমান গনির নিজ বাসভবনে ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,সাংগঠনিক সম্পাদক হালিম মাস্টর ,মোগরাপাড়া ইউনিয়ন সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন {রাজিব} শিপন,দিপ্ত,মাসুম, মুন্না ,কামাল হোসেন প্রমুখ।

ঢাকা চিটাগাং মহাসড়কের সোনারগাঁ মোগড়া পারা চৌরাস্তা ঝুঁকিপূর্ণ ওভারব্রিজ

ঢাকা চিটাগাং মহাসড়কের সোনারগাঁ মোগড়া পারা চৌরাস্তা ঝুঁকিপূর্ণ ওভারব্রিজ
জসিম উদ্দিনঃ সোনারগাঁও এর প্রানকেন্দ্র মোগড়া পাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজটি চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিজের মাঝে মাঝে অসংখ্য জায়গায় ছোট-বড় ছিদ্র দেখা দিয়েছে। এজন্য অনেক পথচারী এ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে। সংস্কারের অভাবে ব্রিজের অনেক লোহার পাত জং ধরে ক্ষয়ে গেছে। যার ফলে অসংখ্য ভাঙা ও বড় ধরনের ফুটো দেখা দিয়েছে। তারপরেও পথচারীরা কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন।
দৈনিক প্রায় ৩০-৫০ হাজার লোকের চলাচল এই ওভারব্রীজ দিয়ে এই গরমে পাড় হওয়া কঠিন এক বিষয় হয়ে দারিয়েছে।
অপরদিকে ফুট ওভার ব্রিজে চলাচল সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হওয়াতে মানুষ আইন ভঙ্গ করে রাস্তার ওপর দিয়ে বাধ্য হয়ে পারাপার হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। একজন অসুস্থ ব্যক্তির পক্ষে ফুট ওভারব্রিজ ব্যবহার করা সম্ভব না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন কোন সংস্কার নেই। এছাড়া ব্রিজের ওপর কোন ছাওনি না থাকায় বৃষ্টি পানি জমে থাকে। এতে ব্রিজের লোহায় মরিচা পড়ে গেছে। ব্রিজের ওপর ছাউনি দিয়ে সংস্কার করার জন্য দীর্ঘদিন থেকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দাবি করে আসছেন।
গতকাল শুক্রবার বিকেলে পথচারী মাফুজ মিয়া রাস্তা পারাপার হওয়ার পর ফুট ওভারব্রিজ ব্যবহার না করে সড়কের ওপর দিয়ে কেন যাচ্ছেন এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন ফুট ওভার ব্রিজটি টেকসই মনে হচ্ছে না। ব্রিজের উপরে লোহার পাটাতন অনেক জায়গায় ফুলে নড়বড়ে হয়ে গেছে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে দিনদিন।
স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে দ্রুত সমাধান দিলে আমাদের দুর্ভোগ কমে যাবে।স্থানীয় ব্যবসায়ী সেলিম, মোশারফ, তুহিন, হাসান সহ আর অনেকে জানান আমাদের ঠিক পাশের ইউনিয়ন পিরোজপুর মেঘনা টোল প্লাজার সামনের ফুটওভার ব্রিজের চিত্র দেখলেই বুঝতে পারা যায় আমরা কেমন অসহায় আছি।
 


এখন আমাদের প্রাণের দাবি হয়ে দাড়িয়েছে ওভারব্রিজের ওপর একটা  ছাউনি দেওয়া তাতে করে পথচারীদের উপকার হবে।
 

সোনারগাঁয়ে স্বদেশ বাসে কিশোরীকে ধর্ষন, ধর্ষক চালক আটক

সোনারগাঁয়ে স্বদেশ বাসে কিশোরীকে ধর্ষন, ধর্ষক চালক আটক

হাসান খানঃ
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে স্বদেশ বাসে চলন্ত অবস্থায় এক কিশোরী ধর্ষনরত অবস্থায় স্বদেশ সার্বিস নামক একটি বাসের চালক ও হেল্পপারকে আটক করেছে জনতা। পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে এস আই তাওহিদ তাদের আটক করে।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউনের ব্যবসায়ীরা জানান, তারা দোকান বন্ধ করে রাত সাড়ে দশটায় বাড়ির উদ্যেশে গাড়ির জন্যে অপেক্ষা করছিল, এমন সময় ঢাকা টু মেঘনায় চলাচলরত একটি স্বদেশ গাড়ি  থামাতে বলে। গাড়িতে সবাইকে পাশ কাটিয়ে দ্রুতবেগে ছুটে যেতে বাস থেকে এক কিশোরীর বাচাও বাচাও চিৎকার শুনতে পায় সাবই দৌড়ে গাড়ির সামনে দাড়ায়। গাড়ি থামলে স্থানীয় লোকজন ও ব্যবসায়িরা গাড়িতে উঠে দেখতে পায় হেল্পপার গাড়ি চালাচ্ছে আর গাড়ির চালক এক কিশোরী যাত্রীকে ধর্ষন করছে। পরে তাকে আটক করে সোনারগাঁ থানার উপপরিদর্শক আবুল কালাম আযাদকে ফোন দিলে তিনি এস আই তাওহীদকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থল তেকে গাড়ি  পচালক এবং স্বদেশ বাস ( ঢাকামেট্টো-ব-১১-৭২৬৫) গাড়িটি আটক করে।