সোনারগাঁ মেঘনায় ট্রাকের পিছনে বাসের ধাক্কায় আহত ২০



নারায়ণগঞ্জ সোনারগাঁ মেঘনায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার  দুপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা এলাকায় এ ঘটনা ঘটে।আহত সবাই কুমিল্লা লাকসাম থেকে ঢাকা যাচ্ছিলেন।

বাসে থাকা যাত্রী সাওন,হানিফ,পারবিন সময়ের সোনারগাঁকে জানান
শনিবার সকালে কুমিল্লা লাকসাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-২৬৬৪) রওনা করে। পথিমধ্যে দুপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা এলাকায় ওভারটেকিং করার সময় বাসটি মালবাহী একটি ট্রাককে স্বজোরে ধাক্কা দেয়। এতে বাসের একপাশ দুমড়েমুচড়ে যায়।  সাথে সাথে  ড্রাইভার ও হেলপার পালিয়ে জায়, ঘটনাস্থলে আহত হয় অন্তত ২০ যাত্রী  ।


খবর পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট