নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা



হাসান খানঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২আগষ্ট) ভোরে রাতে মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম দিদারুল ইসলাম খুলনা জেলার তেরোখাদা এলাকার আফতাব ফরাজীর ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজীরগাঁও এলাকার মসজিদের ঈমামের রেফারেন্সে নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদে আসেন তিনি। ঈদের পরদিন মঙ্গলবার ট্রেনিং এর কথা বলে বাইরে যায় পরে শুক্রবার জুমার নামাজ পড়ান তিনি । এরপর আবার ট্রেনিং এ চলে যান পরে আবার মঙ্গলবার আসরের নামাজ পড়ান তবে তিনি বেশিদিন হয়নি আমাদের মসজিদে এসেছেন। নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমামকে কে বা কারা গলা কেটে হত্যা করে মসজিদের হুজরাখানায় ফেলে যায়।

এব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমামের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । তবে কি কারনে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি তবে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট