হাসান খানঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬২ নং বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটপাত দখল ,ফুটপাতে হাঁটার জায়গা সহ মূল রাস্তার প্রায় অর্ধেক দখল করে নিয়েছে ফল ,কাঁচামাল চা ও মুদি দোকানীরা। ফলে ফুটপাতে পা ফেলার জায়গা নেই। এতে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে শিশু শিক্ষার্থীরা অন্যদিকে যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা।
প্রতিদিন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবক রাস্তার ফুটপাত ধরে চলাচল করে থাকে। সকাল হলেই মূলত এই সড়কে ও ফুটপাতে শিক্ষার্থী ও অভিভাবকদের আনাগোনা শুনা য়ায়। তিল পরিমাণ জায়গা থাকে না। এরই মধ্যে ফুটপাত ও রাস্তা দখল করে হকাররা বিভিন্ন ধরনের পসরা ও মালামাল নিয়ে বসায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের বিরক্তি চরমে পৌঁছে। বাধ্য হয়েই শিক্ষার্থী ও অভিভাবকদের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করতে হয়। ফুটপাত দখলের ফলে নিরুপায় হয়ে প্রতিদিন অভিভাবকরা তাদের স্কুল পড়ুয়া বাচ্চাসহ ঝুঁকি নিয়ে এভাবে চলাচল করছেন। কোনো কোনো সময় দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
সরেজমিনে দেখা যায় শুধু ফুটপাত নয় হকাররা রাস্তাও দখল করে পসরা সাজিয়ে বসেন। স্কুলের মূল ফটকের একেবারে সামনে হকারদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থী, অভিভাবক ও আপামর জনসাধারণ। ফুটপাত যেন থেকেও নেই। দেখে বোঝার কোনো উপায় নেই যে ব্যস্ততম এই ছোট এলাকায় জনসাধারণের জন্য ফুটপাত আছে! কেন শিক্ষাপ্রতিষ্ঠানের একেবারে সামনে ও পাশঘেঁষে ফুটপাত দিনের পর দিন দখল হয়ে থাকবে,
সরেজমিনে দেখা যায় শুধু ফুটপাত নয় হকাররা রাস্তাও দখল করে পসরা সাজিয়ে বসেন। স্কুলের মূল ফটকের একেবারে সামনে হকারদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থী, অভিভাবক ও আপামর জনসাধারণ। ফুটপাত যেন থেকেও নেই। দেখে বোঝার কোনো উপায় নেই যে ব্যস্ততম এই ছোট এলাকায় জনসাধারণের জন্য ফুটপাত আছে! কেন শিক্ষাপ্রতিষ্ঠানের একেবারে সামনে ও পাশঘেঁষে ফুটপাত দিনের পর দিন দখল হয়ে থাকবে,
অনুসন্ধানে দেখা যায়, সোনারগাঁ উপজেলা সংলগ্ন কুশিয়ারা ব্রিজ পার হয়ে আনন্দ বাজার ও বৈদ্যের বাজারের ইউটান থেকে বৈদ্যের বাজার রাস্তায় ফুটপাতের পুরো সীমানা জুড়ে ছোট ছোট দোকান বসিয়েছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মব্যস্ত মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুরা।
বিদ্যালয়ের দেয়াল ঘেষা ফুটপাত দখল হয়ে যাওয়ায়, শিশুদের সুন্দর পরিবেশে শিক্ষাদান করতে পারছেন না বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ । পারছেন না শিক্ষামূলক দেয়াল চিত্র একে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার উৎসাহ দিতে।
এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ের সকল প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালগুলো শোবা বর্ধন করলেও আমাদের বিদ্যালয়ের পরিবেশ ভিন্ন। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে আমরা কিছু বলতে পারছি না।
যেখানে স্কুলের হাজার হাজার কোমলমতি শিশুর আসা-যাওয়ার প্রশ্ন জড়িত সেখানকার ফুটপাত কি দখলমুক্ত করা যায় না? এ অবস্থায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরার জন্য ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে ফুটপাত দখলমুক্ত করা হোক।
