ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর দায়ে ওয়ার্ড সচিবের বিরুদ্ধে মামলা

ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর দায়ে ওয়ার্ড সচিবের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিনিধি।। ফেসবুকে সাংবাদিককে নিয়ে বিভ্রান্তি, আপত্তিকর মন্তব্য ও মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর দায়ে গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড সচিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত আনোয়ারুল করিম জুয়েল সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ড সচিব হিসেবে কর্মরত। গত সোমবার রাতে গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন স্থানীয় সাংবাদিক জাহিদ হোসেন জিহাদের ভাই রাসেদুল ইসলাম।

মামলার এজাহারে বাদী রাসেদুল ইসলাম উল্লেখ করেন, তার ভাই জাহিদ হোসেন জিহাদ প্রতিদিনের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক। গত কয়েকদিন আগে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের ত্রান বিতরণের অনিয়মের বিভিন্ন সংবাদ ও তথ্য সাংবাদিক জিহাদ তার ফেসবুকে প্রচার করে। এর জের ধরে ৩৮নং ওয়ার্ড সচিব আনোয়ারুল করিম জুয়েল সাংবাদিক জিহাদকে নিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক মন্তব্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। এছাড়া সাংবাদিক জিহাদকে নগরীর যেখানে পাবে সেখানেই গণধোলাই দেওয়ার হুমকি দিয়ে পোস্ট করেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁয়ে ফুলবাড়িয়া বাড়ি-মজলিশ ও বাড়ি-চিনিষ এলাকা স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে লক ডাউন

সোনারগাঁয়ে ফুলবাড়িয়া  বাড়ি-মজলিশ ও বাড়ি-চিনিষ এলাকা স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে লক ডাউন
হাসান খানঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ফুলবাড়িয়া,  বাড়ি মজলিশ ও বাড়ি চিনিষ এলাকায় বিভিন্ন পাড়া মহল্লা লকডাউন করেছ স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল।
(৬ এপ্রিল) বিকেলে ফুলবাড়িয়া সন্ধ্যা থেকে বাড়ি চিনিষ ও বাড়ি মজলিশ এলাকার সকল রাস্তা বন্ধ করে দেয় তারা।
এলাকাবাসী জানায়, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে নিজেদেরকেই সচেতন হতে হবে। বিভিন্ন জায়গায় এই করোনার রোগী পাওয়া যাচ্ছে, তাই আমরা নিজেদের উদ্যোগে এলাকার প্রবেশ মুখ গুলো বন্ধ করে দিয়েছি। সেইসাথে সবকয়টি মসজিদ থেকে মাইকিং করে ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে বের হতে নিষেধও করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছি সবাইকে।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে ভলান্টিয়ার হিসাবে কাজ করছে ফুলবাড়িয়া গ্রামের ইমরান,বিজয়, বাধন,জসিম,রাকিব,মিলটন,নয়ন সহ আরো অনেকে  ।


 বাড়ি চিনিষ ও বাড়ি মজলিশ থেকে ভলান্টিয়ার হিসাবে কাজ করছে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাজহারুল ইসলাম মানিক, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা মেম্বার, মামুনুর রশিদ পাপ্পু, শামীম আহমেদ, ও সুজনসহ আরো অনেকে।

মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচ ও একতা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচ ও একতা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

হাসান খানঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যালয়ের  ২০০৪ ব্যাচ ও একতা সংঘের উদ্যোগে করোনা ভাইরাসের পার্দুভাবে কর্মহীন হয়ে পড়া ২ শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ‌্যদের মাঝে আজ ০৪-০৪-২০ইং তারিখে রাতের আধারে অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন।
রাতে এশার নামাজের শেষে  চাল, ডাল, আলু, আটা, তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোনারগাঁ থানায় বিভিন্ন গ্রামের ২ শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ‌্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের প্রাক্তন ছাত্র/ ছাত্রী নিয়ে গঠিত একতা সংঘের সকল সদস্য। সদস্যরা আশা রাখেন আমাদের ন্যয় যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন। সংগঠন টির সদস্যগন তাদের পরিচয় প্রকাশ করতে বিরত থাকেন।   
একতা সংঘ ২০০৪ ব্যাচের একটি বিষেশ আহবান সমাজের ধনী গরিব সকলকে করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ বিশ্বের সকর মানুয়ের জন্য মহান আল্লাহ নিকট মুক্তি কামনা করছি ।