মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচ ও একতা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ


হাসান খানঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যালয়ের  ২০০৪ ব্যাচ ও একতা সংঘের উদ্যোগে করোনা ভাইরাসের পার্দুভাবে কর্মহীন হয়ে পড়া ২ শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ‌্যদের মাঝে আজ ০৪-০৪-২০ইং তারিখে রাতের আধারে অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন।
রাতে এশার নামাজের শেষে  চাল, ডাল, আলু, আটা, তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোনারগাঁ থানায় বিভিন্ন গ্রামের ২ শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ‌্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের প্রাক্তন ছাত্র/ ছাত্রী নিয়ে গঠিত একতা সংঘের সকল সদস্য। সদস্যরা আশা রাখেন আমাদের ন্যয় যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন। সংগঠন টির সদস্যগন তাদের পরিচয় প্রকাশ করতে বিরত থাকেন।   
একতা সংঘ ২০০৪ ব্যাচের একটি বিষেশ আহবান সমাজের ধনী গরিব সকলকে করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ বিশ্বের সকর মানুয়ের জন্য মহান আল্লাহ নিকট মুক্তি কামনা করছি ।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট