সোনারগাঁয়ে ফুলবাড়িয়া বাড়ি-মজলিশ ও বাড়ি-চিনিষ এলাকা স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে লক ডাউন

হাসান খানঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ফুলবাড়িয়া,  বাড়ি মজলিশ ও বাড়ি চিনিষ এলাকায় বিভিন্ন পাড়া মহল্লা লকডাউন করেছ স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল।
(৬ এপ্রিল) বিকেলে ফুলবাড়িয়া সন্ধ্যা থেকে বাড়ি চিনিষ ও বাড়ি মজলিশ এলাকার সকল রাস্তা বন্ধ করে দেয় তারা।
এলাকাবাসী জানায়, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে নিজেদেরকেই সচেতন হতে হবে। বিভিন্ন জায়গায় এই করোনার রোগী পাওয়া যাচ্ছে, তাই আমরা নিজেদের উদ্যোগে এলাকার প্রবেশ মুখ গুলো বন্ধ করে দিয়েছি। সেইসাথে সবকয়টি মসজিদ থেকে মাইকিং করে ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে বের হতে নিষেধও করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছি সবাইকে।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে ভলান্টিয়ার হিসাবে কাজ করছে ফুলবাড়িয়া গ্রামের ইমরান,বিজয়, বাধন,জসিম,রাকিব,মিলটন,নয়ন সহ আরো অনেকে  ।


 বাড়ি চিনিষ ও বাড়ি মজলিশ থেকে ভলান্টিয়ার হিসাবে কাজ করছে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাজহারুল ইসলাম মানিক, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা মেম্বার, মামুনুর রশিদ পাপ্পু, শামীম আহমেদ, ও সুজনসহ আরো অনেকে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট