নিজস্ব প্রতিনিধি।। ফেসবুকে সাংবাদিককে নিয়ে বিভ্রান্তি, আপত্তিকর মন্তব্য ও মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর দায়ে গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড সচিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত আনোয়ারুল করিম জুয়েল সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ড সচিব হিসেবে কর্মরত। গত সোমবার রাতে গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন স্থানীয় সাংবাদিক জাহিদ হোসেন জিহাদের ভাই রাসেদুল ইসলাম।
মামলার এজাহারে বাদী রাসেদুল ইসলাম উল্লেখ করেন, তার ভাই জাহিদ হোসেন জিহাদ প্রতিদিনের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক। গত কয়েকদিন আগে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের ত্রান বিতরণের অনিয়মের বিভিন্ন সংবাদ ও তথ্য সাংবাদিক জিহাদ তার ফেসবুকে প্রচার করে। এর জের ধরে ৩৮নং ওয়ার্ড সচিব আনোয়ারুল করিম জুয়েল সাংবাদিক জিহাদকে নিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক মন্তব্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। এছাড়া সাংবাদিক জিহাদকে নগরীর যেখানে পাবে সেখানেই গণধোলাই দেওয়ার হুমকি দিয়ে পোস্ট করেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
