সোনারগাঁওয়ে ঢাকা-চিটাগং মহাসড়কে কাচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনেই পরিবহণ চলাচল মানছেনা সরকারী নিষেধাজ্ঞা।

হাসান খানঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ঢাকা-চিটাগং মহাসড়কে মানছে না গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা। কাচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনেই চলছে গণপরিবহন। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশে গণপরিবহন বন্ধ ঘোষণা থাকলেও বন্ধ হয়নি উপজেলার সোনারগাঁও কাচপুর  এলাকার ঢাকা-চিটাগাং  মহাসড়কে গণপরিবহনগুলো। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার । কিন্তু সরকারের সেই নিষেধাজ্ঞা মানছে না ট্রাক মাইক্রোসহ গণপরিবহনের চালক ও মালিকরা । রোববার(২৯মার্চ) সকালে উপজেলার মোগরাপারা চৌরাস্তা মদনপুর ও কাচপুর  এলাকার ঢাকা-চিটাগাং  মহাসড়ক ঘুরে দেখা যায়, এ যেনও দেখার কেউ নেই, কাচপুর পুলিশ ফাঁড়ির সামনেই চলছে গণপরিবহন । পরিবহণগুলোতে চোখে পড়ার মতো  অনেক যাত্রী দেখা গেছে আবার  মোটরসাইকেল যাএী নেয়ার দ্রিশ দেখা গেছে ।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট