সোনারগাঁওয়ে কাচপুর হাইওয়ে পুলিশের বেপরোয়া ঘুশ বানিজ্যের অভিযোগ



হাসান খানঃ গত ১৯-০৩-২০২০ ইং  নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে মদনপুর থেকে কাচপুর জেতে মাঝামাঝি  কিউটের কোম্পানির  সামনে রকেট ডিস্টিভিউসন মালিক এর বাইকের পিছনে বেপরোয়া গতি সম্পন্ন সৌদিয়া পরিবহন দাক্কা দেয়।

ডিস্ট্রিভিউশন মালিক ও ম্যানেজার বাইক নিয়ে রাস্তার পরে গেলে আশেপাশের লোকজন ও একটি প্রাইভেট কার এসে সাথে সাথে বাসটির গতিরোধ করে ,ওই সময় বাস এর চালক ও রকেট ডিস্টিভিউসন এর মালিক এর কথা কাটাকাটির এক প্রজায় আইনের প্রতি স্রোধা জানিয়ে রকেট ডিস্টিভিউসন মালিক কাচপুর হাইওয়ে পুলিশকে ফোন করে , কিছুক্ষণের মধ্যে  কিউটের সামনে উপস্থিত হয় কাচপুর হাইওয়ে পুলিশের এস আই মাহাবুব, তখন রকেট ডিস্টিভিউসন এর মালিক ও আসেপাশের লোকজন  পুলিশ এর কাছে  আটক করা গাড়িটি বুঝিয়ে দেন।
 আসেপাশের লোকজনের কথাশুনে  পুলিশ  আশ্বাস প্রধান করেছেন আপনারা আগে চিকিৎসা করেন আমরা গাড়িটি থানায় নিয়ে যাচ্ছি গাড়ির মালিক ও আপনাকে নিয়ে এক সাথে বসে যেভাবে সুন্দর হবে উভয়ের খতির বিষয় চিন্তা করে  মিট করবো কিন্তু ২ দিন অতিক্রম হলেও কোনো রেস্পন্স না পেয়ে রকেট ডিস্টিভিউসন এর মালিক কাচপুর হাইওয়ে থানায় হাজির হয়ে দেখে আটক করা গাড়িটি থানায় নাই পাসে থাকা এক কনস্টেবলকে জিজ্ঞেস করলে জান্তেপারে আটককীত গাড়ি ঐ দিনই ছেরে দেয়া হয়েছিলো, এই বেপারে রকেট ডিস্টিভিউসন এর মালিক খোব প্রকাশ করে  আমাদের জানান,  নাজানিয়ে ছেড়ে দেয়ার মানি হলো টাকার কাছে পুলিশের বিক্রি হওয়া ।আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ও এই বিষয়টি নিয়ে উর্ধতন কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করবো কারন আমাদের চিকিৎসা, গাড়ি, মোবাইল সহ অনেক ক্ষতি হয়েছে। 


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট