সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির দখলদাররা করোনার চেয়েও ভয়ংকর ভাইরাস ধারণা এলাকাবাসীর !!


লকডাউনে প্রশাসন যখন ব্যস্ত সাধারন মানুষকে ঘরে রেখে স্বাস্থ্য সুরক্ষা দিতে সেই সুযোগে কিছু অমানুষ ব্যস্ত দখল বানিজ্যে। সরকারি জমি, খাস খ🤩
তিয়ানের শতশত একর জমি ও অসহায় মানুষের জমি দখল করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে আছেন। এ সময় অসহায় দরিদ্র মানুষের পাশে যেখানে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার কথা সেখানে তারা অসহায়দের সম্বলহানি ও স্বা
স্থ্য ঝুকিতে ফেলতে ব্যস্ত। তারা কি সত্যিই  🙂😌🥰😫রক্তমাংসে গড়া মানুষ নাকি করোনার চেয়েও ভয়ংকর কোন ভাইরাস?

সারাদেশ যখন করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে ঘরবন্দী ঠিক সে সুযোগে সোনারগাঁয়ের  কম্পানীগুলো ব্যস্ত নদী, খাল ও সরকারি খান জমি দখলে।

প্রশ্ন হলো ডিসি, এসপি, বিআইডব্লিউিটএ, কোষ্টগার্ড, নদী রক্ষা কমিশন, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সড়ক ও জনপদের কারো চোখে পড়ে না কেন?

গতকাল মনিরামপুর উপজেলার এসিল্যান্ড তিনজন সত্তুরোর্ধ অসহায় বাবাদের ভ্যান চালানোর অপরাধে জনসম্মূখে কান ধরে উঠবস করিয়েছেন? লকডাউনে বাড়ি থেকে বের হওয়ায় অনাহারী মানুষগুলোর শাস্তি যদি কানধরে উঠবস হয় তবে আমরা দেখতে সোনারগাঁয়ের কোম্পানীর শিক্ষিত কর্তাব্যক্তিদের কি শাস্তি হয়? তারা তো সরকারের লকডাউন না মেন সরকারি সম্পত্তি, খাল, নদী দখল করে কারখানার দূষিত বর্জ্য নিষ্কাশন করে প্রকৃতি, পরিবেশ ও জনজীবনে চরম ভোগান্তি ডেকে আনছে। আমরা দেখার অপেক্ষায় রইলাম।

আরেকটা প্রশ্ন স্থানীয় জনপ্রতিনিরাই বা কোথায়। মোগরাপাড়া ইউনিয়নের যে জায়গায় দখল হচ্ছে সেই ওয়ার্ডে ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির নেতা, জেলা পরিষদ সদস্য, যুবলীগের সভাপতি, ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক, ছাত্রলীগের জেলা কমিটির সহসভাপতিসহ অনেক নেতার বাড়ি, নুনেরটেকে বারদী চেয়ারম্যান এরা কেউ কি এ দখলরোধে কার্য্যত কোন পদক্ষেপ নিয়েছেন? তারা কি সরকারের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন?
এ বিষয়ে মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার কার্তিক চন্দ্র সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর লাইনটি কেটে দেন।

বিঃদ্রঃ- ছবিদুটি আজ সকালে সোনারগাঁয়ের ফুলবাড়িয়া  ও নুনেরটেক থেকে তোলা।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট