জসিম উদ্দিনঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের তরুণ উদীয়মান ব্যাবসায়ী মোঃ জুয়েল
রানার উদ্যোগে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের এসএস সি ২০০০ ব্যাচের
শিক্ষার্থীরা করোনার প্রাদুর্ভাবে কর্মহীন অসহায়,দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত১৮
মে (সোমবার) মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে হতদরিদ্র,গরিব,দুঃখি, অসহায়,কর্মহীন,খেটে খাওয়া দিনমজুর, প্রতিবন্ধী
ও বিভিন্ন অসহায় শ্রেণী-পেশার মানুষের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ৬০০ টি পরিবারের
মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
সার্বিক
সহযোগিতায় ছিলেন আয়েশা সিদ্দিকা শিখা এবং হাজী ইকবাল হোসেন ।
প্রধান
অতিথি হিসাবে এখানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার
মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম, আওয়ামীলীগ নেতা
হাজী শাহিন আলম ও পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেলিম রেজা সহ ২০০০
ব্যাচের শিক্ষার্থীরা ।
মেঘনা
শিল্প নগরী স্কুল এন্ড কলেজের ২০০০ ব্যাচের শিক্ষার্থী উদীয়মান ব্যাবসায়ী জুয়েল
রানা বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে অবরোধ চলছে।
কিছু কিছু মানুষ কর্মহীন থাকতে বাধ্য হচ্ছে। খেটে খাওয়া কিছু কিছু মানুষের মধ্যে
হাহাকার শুরু হয়েছে। ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে অসহায় ও দুস্থ প্রায় ২৬০০
পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
পিরোজপুর
ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেলিম রেজা বলেন, ২০০০ ব্যাচের
শিক্ষার্থীদের উদ্যোগ খুবই প্রশংসনীয়। তাদের মতো সকলেরই অসহায় মানুষের পাশে এগিয়ে
আসা উচিত।অসহায় মানুষের পাশে থাকার জন্য ২০০০ ব্যাচের সকলকে মন থেকে ধন্যবাদ
জানাচ্ছি ও সকল বিত্তবানদের অসহায় ও দুস্থ
মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে আহবান জানাই।
প্রধান
অতিথির বক্তব্য পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি দিক নির্দেশনা
সবাইকে মেনে চলতে অনুরোধ জানান। সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেন।এবং দেশ বাসীর জন্য
সকলের কাছে দোয়া চেয়েছেন ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন।







