সোনারগাঁয়ে রবি’র এরিয়া ম্যানেজার (সামস আবু সুমেন) পরকীয়ায় আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক



হাসান খানঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার দমদমা গ্রামে আপত্তিকর অবস্থায় রবি’র এরিয়া ম্যানেজার (সামস আবু সুমেন)সেলিনা নামক মেয়েকে আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার ১৬ জুলাই ভোরবেলা দমদমা গ্রামের পাপ্পুর বাড়ির ৩য় তলা ফ্লাটের ভাড়াটিয়া সামস আবু সুমেনের ঘর থেকে তাদেরকে আটক করে ।

স্থানীয়রা জানান,সামস আবু সুমেন ৫ বৎসর যাবত সোনারগাঁয়ে রবি’র এরিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এবং সুমেন বিবাহিত তার একটি মেয়ে সন্তান ও আছে.

এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে ওই মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই এরিয়া ম্যানেজার। মঙ্গলবার রাতে সেলিনা তার বাড়ীতে দেখা করতে আসলে এলাকাবাসী টের পেয়ে ভোরবেলা বাড়ির ভেতরে ঢুকে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে ।

রহস্যজনকভাবে তিনি মেয়েটিকে পালিয়ে যেতে সাহায্য করেন। তার সাথে যোগাযোগের চেষ্টায় মেবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
এলাকাবাসী সজল , কামাল, আরিফ, সুফিয়া বেগম সহ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সুমেনের স্ত্রী সন্তান ঢাকায় থাকার কারনে ,অবহেলার স্বীকার হয়ে পরনারীর প্রতি আকৃষ্ট হয়েছেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট