সোনারগাঁয়ে ৮ম শ্রেণীর ছাত্রি মার্জিয়া ৩ দিন যাবত নিখোঁজ



জসিম উদ্দিনঃ সোনারগাঁ উপজেলায় ৩ দিন ধরে মার্জিয়া হোসেন নামের (১৩) বছরের স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে সে বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ডায়েরীতে মার্জিয়ার বাবা বাবুল হোসেন উল্লেখ করেন, গত শনিবার সকালে প্রাইভেট পড়তে যাবে বলে তার ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মার্জিয়া সোনারগাঁও পৌরসভার চিলারবাগ গ্রাম থেকে মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের উদ্দেশ্যে সকাল ৭টার বাসা থেকে বের হয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফিরে না আসায় তার বিদ্যালয়সহ বিভিন্ন জায়গা ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সোনারগাঁ থানায় মার্জিয়ার বাবা শনিবার রাতেই একটি সাধারণ ডায়েরী করেন।(ডায়েরী নং- ১০০৪, ২১.০৭.১৯)।

যদি কোনো ব্যাক্তি নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান পেয়ে থাকেন তাহলে সোনারগাঁও থানা পুলিশ বা তার পিতা বাবুল হোসেন ( ০১৮৬৪-৫০২৯৯২, ০১৮১৩-৬৪১০২৪) এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা  হচ্ছে। 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট