সোনারগাঁয়ে বাল্যবিয়ে নিবন্ধণের দায়ে কাজী ও ৩ সহযোগীর কারাদন্ড


জসিম উদ্দিনঃ সোনারগাঁ উপজেলায় বাল্যবিয়ে নিবন্ধণের দায়ে কাজীসহ ৩ সহযোগীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
 

আজ {১৭ জুলাই} সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এ আদালত পরিচালনা করে তাদের কারাদন্ড প্রদান করেন।
 

উপজেলা সূত্রে জানা যায় , মঙ্গলবার রাতে শরিয়তপুর থেকে ৯ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৩)  কে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার একটি ছেলে সোনারগাঁ উপজেলার কাচঁপুরে নিয়ে আসে।
 

ছেলেটি যাত্রীবাহি বাসে হেলপার হিসেবে কাজ করে এবং কাঁচপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। সে মেয়েটিকে তার বাসা বাড়িতে এনে স্থানীয় কাজী হাবিবুর রহমানের কাজী অফিসে নিয়ে বিয়ে করে।
 

এমন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বাজারে কাজী অফিসে অভিযান চালিয়ে হাবিবুর রহমান তার সহযোগী কাউসার গাজী একই এলাকার সফিকুল ও আতাউরসহ মেয়েটিকে হাতে নাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাজী হাবিবুর রহমানকে ১ বছর, তার সহযোগী আতাউরকে ০১ বছর, কাউসার গাজীকে ৬ মাস, ও সফিকুল নামের এক সহযোগীকে ১ বছরের কারাদন্ড দেওয়া হয়
 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট